ওহি শব্দের অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। ওহি বলতে আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের কাছে পাঠানো বার্তাকে বোঝায়।
ওহি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন বার্তা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির কাছে গোপনে পাঠানো সংবাদকে ওহি বলা হয়। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের কাছে প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়।