নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলে?

উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে। নিষ্ক্রিয় পরিশোষণ বলতে খনিজ লবণ শোষণের সেই প্রক্রিয়া বোঝানো হয় যাতে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। নিষ্ক্রিয় পরিশোষণ উদ্ভিদের মূলরোম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়া অনুসরণ করে। এসব প্রক্রিয়া উদ্ভিদে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না।

error: Content is protected !!