পরিস্থিতি-পরিবেশ বুঝে যৌক্তিকতা রক্ষা করে যোগাযোগ করতে পারাই যোগাযোগের প্রাসঙ্গিকতা। ধরা যাক, কোনো একটি আলোচনায় ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। কেউ বলল, ‘ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামের অনেক ইতিহাস আছে।’ তার জবাবে কেউ যদি বলে, ‘কালো বিড়াল দেখলে আমার ভয় করে’। তাহলে বুঝতে হবে সে যোগাযোগের প্রাসঙ্গিকতা মানেনি। পরিস্থিতি না বুঝে সে ক্রিকেট খেলার আলোচনায় বিড়ালের কথা বলেছে, যা অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক।