লোকশিল্পের প্রতি আন্তরিক হয়ে সুপরিকল্পিত উপায়ে আমরা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি। সঠিক সংরক্ষণের অভাবে ও লোকশিল্পের প্রতি অনাগ্রহ এ শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত করেছে। অথচ হাজার হাজার নারী-পুরুষ আছে, যারা লোকশিল্প নিয়ে কাজ করতে চায়। তাদের সুষ্ঠু ও পরিকল্পিত কাজের পরিবেশ দিয়ে এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করে আমরা লোকশিল্পকে সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি।