বন্দুক থেকে গুলি বের হলে কার গতিশক্তি বেশি হবে?

আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি বস্তুর ভর ও গতিবেগের ওপর নির্ভরশীল। বন্দুক ও গলির ভরের মধ্যে বন্দুকের ভর অনেক বেশি। আবার, বন্দুকের বেগের চেয়ে গুলির বেগ অনেক বেশি হয়। কিন্তু গতিশক্তি ভরের সমানুপাতিক হলেও বেগের বর্গের সমানুপাতিক হওয়ায় বন্দুকের তুলনায় গুলির গতিশক্তি বেশি হবে।

error: Content is protected !!