ব্যবসায় পরিবেশ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন কেন?

ব্যবসায় গঠন, পরিচালনা ও সম্প্রসারণের ওপর প্রভাব বিস্তার করে এমনসব পারিপার্শ্বিক উপাদানের সমষ্টি হল ব্যবসায় পরিবেশ। পরিবেশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদানের (জলবায়ু, অর্থ ও ঋণ ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সরকারি আইন প্রভৃতি) মাধ্যমে প্রভাবিত হয়। এক্ষেত্রে উপাদানগুলোর অনুকূলতায় ব্যবসায় সহজে সফলতা পাওয়া যায়। আবার এগুলোর প্রতিকূল প্রভাবে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আর পরিবেশের উপাদান সম্পর্কে জানা না থাকলে প্রতিকূল অবস্থা মোকাবেলা করা যায় না। তাই ব্যবসায়কে লোকসানের ঝুঁকি থেকে রক্ষা করতে এর পরিবেশ সম্পর্কে যথাযথ ধারণা রাখা প্রয়োজন।

error: Content is protected !!