হিমোলিম্ফ কি? হিমোলিম্ফের কাজ

হিমোলিম্ফ কি?

হিমোগ্লোবিন না থাকায় ঘাসফড়িংয়ের রক্ত বর্ণহীন। রক্ত হিমোসিল নামক দেহগহ্বরের লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ বলে। 

হিমোলিম্ফ প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত। যেমন- রক্তরস ও রক্তকণিকা।

হিমোলিম্ফের কাজ

হিমোলিম্ফ খাদ্যসার, রেচন পদার্থ, হরমোন ও খনিজলবণ পরিবহন করে। এটি সামান্য কার্বনডাই-অক্সাইড বহন করে, এর হিমোসাইটগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন প্রকার জীবাণু ভক্ষণ করে। রক্তের পানি কোষের অভিস্রবণিক ভারসাম্য রক্ষা করে। হিমোসাইটোসিস রক্ত জমাট বাঁধা ও দেহের ক্ষত নিরাময়ে অংশগ্রহণ করে।

error: Content is protected !!