অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য

অভিকর্ষজ ত্বরণ g এর বৈশিষ্ট্যগুলো হলো –

১) g আকর্ষিত বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুর ভর, আকার, আকৃতি, কী পদার্থ দিয়ে তৈরি ইত্যাদির উপর নির্ভর করে না। মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু একই ত্বরণে পতিত হয়।

২) স্থানভেদে g পরিবর্তিত হয়।

৩) g এর একক ও মাত্রা সাধারণ ত্বরণের অনুরূপ।

৪) অভিকর্ষীয় ত্বরণ অভিকর্ষীয় প্রাবল্যের সমান।

error: Content is protected !!