আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ কিভাবে হিসাব করা হয়?

শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।
আলো প্রতিসেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল বা ৩ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
আলো প্রতি বছরে ৫.৮৮ ট্রিলিয়ন মাইল বা ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

১০০ আলোকবর্ষ মানে কি?

আলো সূর্য বা নক্ষত্র হতে পৃথিবীতে আসতে ১০০ বছর লাগলে, তাকে ১০০ আলোকবর্ষ বলা হয়।

error: Content is protected !!