অন্তঃস্থ শক্তি কাকে বলে?

কোনো সিস্টেমের বিভব শক্তি ও গতি শক্তি ব্যতিত শক্তির আরো একটি অংশ আছে যার বিনিময়ে সিস্টেম বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারে, তাকে সিস্টেমে অন্তঃস্থ শক্তি বলে। তাপগতিবিদ্যার দৃষ্টিতে অন্তঃস্থ শক্তি সিস্টেমের একটি ধর্ম।

error: Content is protected !!