তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কেন?

তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কেন?

তাপ প্রয়োগ করলে অতিরিক্ত শক্তি লাভের ফলে অণুর কম্পন বেড়ে যায়, ফলে অণুগুলো পরস্পর হতে দূরে সরে যায়। আরও বেশি তাপ প্রয়োগ করলে পরস্পরের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়, ফলে আন্ত:আণবিক শক্তি কমে। এতে অণুগুলো বেশ স্বাধীনভাবে চলাচল করতে পারে। এ অবস্থায় কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়। এরপর আরও তাপ প্রয়োগ করলে অণুগুলো এত দ্রুত চলাচল করে যে কিছু অণু আন্তঃআণবিক শক্তি পরাভূত করে তরল পদার্থের অন্যান্য অণুগুলোকে ছেড়ে উপরের দিকে উঠে যায়। এভাবে পদার্থ তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়।

অতএব, দেখা যাচ্ছে তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর কম্পন বৃদ্ধি পায়, ফলে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url