পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?

পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?

পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই শাস্ত্র নাগরিকের অধিকার, কর্তব্য, মৌলিক প্রতিষ্ঠানাদি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা করে। এছাড়া পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা করে।

পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ Civics। ল্যাটিন শব্দ 'Civis' ও 'Civitas' হতে ইংরেজি Civics শব্দটি উৎপত্তি লাভ করেছে। এদের অর্থ যথাক্রমে 'নাগরিক' ও 'নগর রাষ্ট্র'। 

সুতরাং উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি নাগরিক ও নগররাষ্ট্র সংক্রান্ত বিজ্ঞান।

মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব-কর্তব্য সংক্রান্ত বিজ্ঞানকে বুঝায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url