পৌরনীতি কি ধরনের বিজ্ঞান

পৌরনীতি কি ধরনের বিজ্ঞান

পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই শাস্ত্র নাগরিকের অধিকার, কর্তব্য, মৌলিক প্রতিষ্ঠানাদি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা করে। এছাড়া পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা করে।

পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ Civics। ল্যাটিন শব্দ 'Civis' ও 'Civitas' হতে ইংরেজি Civics শব্দটি উৎপত্তি লাভ করেছে। এদের অর্থ যথাক্রমে 'নাগরিক' ও 'নগর রাষ্ট্র'। 

সুতরাং উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি নাগরিক ও নগররাষ্ট্র সংক্রান্ত বিজ্ঞান।

মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব-কর্তব্য সংক্রান্ত বিজ্ঞানকে বুঝায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url