অতিরিক্ত বিক্রিয়ক কাকে বলে?

অতিরিক্ত বিক্রিয়ক কাকে বলে?

কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে প্রত্যেক বিক্রিয়ক তুল্য পরিমাণে ব্যবহার করা সম্ভব না। কোনো রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অপেক্ষা যে বিক্রিয়ক বেশি থাকে ঐ বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণ অবশিষ্ট থাকে। এ বিক্রিয়ককে অতিরিক্ত বিক্রিয়ক বলে।

আর যে বিক্রিয়ক তুল্য পরিমাণ অপেক্ষা কম থাকে ও বিক্রিয়ায় সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নিঃশেষ হয় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।

কাজেই বিক্রিয়া শেষে লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে গেলেও অতিরিক্ত বিক্রিয়ক আর উৎপাদে পরিণত হতে পারে না। তাই অতিরিক্ত বিক্রিয়কের কিছু পরিমাণ হয় বর্জ্যে পরিণত হয় নতুবা উৎপাদের সাথে ভেজাল হিসাবে মিশ্রিত থাকে।

যেমনঃ হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল হাইড্রোজেনের তুল্য পরিমাণ হচ্ছে 1 মোল ক্লোরিন। কিন্তু 1 মোল হাইড্রোজেনের সাথে 1.5 মোল ক্লোরিন নিয়ে বিক্রিয়া সম্পূর্ণ করলে হাইড্রোজেন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নিঃশেষ হলেও 0.5 মোল ক্লোরিন অবশিষ্ট থাকে। এক্ষেত্রে হাইড্রোজেন লিমিটিং বিব্রিয়ক ও ক্লোরিন অতিরিক্ত বিক্রিয়ক যা উৎপাদ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সাথে ভেজাল হিসাবে মিশ্রিত থাকে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url