উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণীর বৈশিষ্ট্য

উভচর প্রাণী কাকে বলে?

  • উভচর প্রাণীর ইংরেজি হলো Amphibian, যার অর্থ হলো জল এবং স্থল উভয় স্থানে বসবাসকারী প্রাণী।

  • যেসব প্রাণী জীবনের কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে তাদের উভচর প্রাণী বলা হয়। 

  • মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রাথমিক পর্যায়ে পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে এবং প্রাপ্ত বয়স্ক অর্থাৎ পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদেরকে উভচর প্রাণী বলা হয়।

  • পৃথিবীতে প্রায় চার হাজারের বেশি উভচর প্রাণী রয়েছে।

উদাহরণস্বরূপ: ব্যাঙ, সিসিলিয়ান, সালঅম্যান্ডার্স, নিউটস ইত্যাদি।

উভচর প্রাণীর বৈশিষ্ট্য

উভচর প্রাণীদের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেগুলো হলো -

  • এরা জীবনের কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে থাকে।

  • এদের ত্বকে লোম, আঁইশ বা পালক কিছুই থাকে না।

  • দুই জোড়া পা থাকে কিন্তু পায়েল আঙুলে নখ থাকে না।

  • জীবনের প্রাথমিক অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়।

  • এরা সাধারণত শীতল রক্ত বিশিষ্ট প্রাণী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url