অণু কাকে বলে? অণুর বৈশিষ্ট্য

অণু কাকে বলে?

দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। 

অথবা,

মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে।

অথবা,

দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে পরমাণু গঠনকারী যে কণা তৈরি করে তাকে অণু বলে।

অথবা,

মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাকে অণু বলে।

যেমন : হাইড্রোক্লোরিক এসিডে একটি H পরমাণুর সাথে একটি Cl পরমাণু যুক্ত হয়ে HCl অণু গঠিত হয়।

আবার, পানিতে দুটি H পরমাণুর সাথে একটি O পরমাণু যুক্ত হয়ে H2O অণু গঠিত হয়।

অণু

অণুর বৈশিষ্ট্য

১) অণু মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। 

২) অণু সরাসরি রাসায়নিক বিক্রিযায় অংশগ্রহণ করে না।

৩) অণুর স্বাধীন সত্তা আছে।

৪) অণুকে বিশ্লেষণ করলে একই বা ভিন্ন প্রকারের পরমাণু পাওয়া যায়।

৫) অণু স্থায়ী হয়ে থাকে।

আরো পড়ুনঃ

👉 যৌগিক পদার্থ কাকে বলে?

👉 হিমাঙ্ক কাকে বলে?

👉 নিউরন কি বা কাকে বলে? নিউরনের গঠন ও নিউরনের কাজ

👉 প্রিজম কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url