তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থের বৈশিষ্ট্য

তরল পদার্থ কাকে বলে? 

যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করে কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি নেই তাকে তরল পদার্থ বলে।


তরল পদার্থের বৈশিষ্ট্য

তরল পদার্থের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলো দেখতে পাওয়া যায়-

  • তরল পদার্থের অণুগুলো মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কম হয়ে থাকে।
  • তরল পদার্থের অণুসমূহ কিছুটা দূরে দূরে অবস্থান করে।
  • তরল পদার্থের অণুগুলো কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি কঠিন পদার্থের চেয়ে বেশি, কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে কম হয়ে থাকে।
  • তাপমাত্রা বৃদ্ধির সাথে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়।
  • তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে।
  • তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই।
  • তরল পদার্থ চাপের সামান্য সংকুচিত হয়।
  • তরল পদার্থের কঠিন পদার্থ থেকে কম হয়ে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url