গড় মুক্ত পথ কাকে বলে?
গড় মুক্ত পথ কাকে বলে?
কোন অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলি গড় নিলে দূরত্বের যে মান পাওয়া যায় তাকেই গড় মুক্ত পথ বলে।
গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি সবসময় পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। পরপর দুটি সংঘর্ষের মধ্য অণুগুলি সরলরেখা বরাবর চলে। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে 'মুক্তপথ' বলে।
কোন অণুর মুক্ত পথগুলি সমান হয় না। তাই গড় মুক্তপথ নির্ণয় করতে হয়। মুক্ত পথের দূরত্বগুলি গড় নিলে যে মান পাওয়া যায় তাকেই গড় মুক্ত পথ বলে।
যদি কোন অণু n সংখ্যক সংঘর্ষের মাধ্যমে মোট S দূরত্ব অতিক্রম করে
তাহলে, গড় মুক্ত পথ, λ = S ÷ n
আরো পড়ুনঃ
Comments
Post a Comment