তাৎক্ষণিক বেগ কাকে বলে?

তাৎক্ষণিক বেগ (Instantaneous Velocity) কাকে বলে?

  • সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।

  • কোনো বস্তুর তাৎক্ষণিক ভাবে বেগ বের করাকে তাৎক্ষনিক বেগ বলে।

  • কোনো গতিশীল বস্তুর কোনো বিশেষ মুহূর্তের বেগকে ঐ মুহূর্তের তাৎক্ষণিক বেগ বলে। ক্ষুদ্রাতিক্ষুদ্র সময়ের ব্যবধানে সরণের হার দ্বারা তাৎক্ষণিক বেগ নির্ণয় করা হয়।

  • বস্তু কণার কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে।কোনো বস্তুর তাৎক্ষণিক বেগ বের করতে হলে সময় ব্যবধান অবশ্যই অত্যন্ত ক্ষুদ্র (প্রায় শূন্যের কাছাকাছি) হতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url