স্থিতি ও গতি কাকে বলে?

স্থিতি ও গতি কাকে বলে?

সময়ের পরির্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তা হলে বস্তুটিকে বলা হয় গতিশীল। আর বস্তুর এ অবস্থাকে বলা হয় গতি। বিপরীতভাবে বস্তুট যদি সময়ের সাথে স্থান পরিবর্তন না করে তা হলে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুটি স্থির। আর বস্তুর এই অবস্থাই হচ্ছে স্থিতি।বিশ্বে একেবারে স্থিতিশল বলে কোনো বস্তু নাই কারণ বিশ্ব নিজেই গতিশীল, পৃথিবী, সূর্য, গ্রহ নক্ষত্র সবই গতিশীল। 

আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি। এর পৃষ্ঠের বাড়িঘর, গাছপালা অন্যান্য বাড়িঘর ও গাছপালার সাপেক্ষে স্থির। কিন্তু পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীর সাথে এর পৃষ্ঠের উপর অবস্থিত সব কিছুই একই গতিতে গতিশীল। পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং সৌর জগতের অন্যান্য গ্রহগুলোও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যও আপন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। প্রকৃতপক্ষে এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয়। তাই পরম স্থিতি বলে কিছু নেই। সকল স্থিতিই আপেক্ষিক। আবার, পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে ধরা হয় পরম গতি। যেহেতু পরম স্থিতি বলে কিছু নেই, কাজেই পরম গতি বলেও কিছু নেই। সকল গতিই আপেক্ষিক।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url