স্বাভাবিক বাঁধ কী?

সংজ্ঞাঃ নদীর গতিপথে প্লাবনভূমিতে নদীর দুই তীর বরাবর নদীর সঞ্চয়কাজের ফলে যে অল্প উচুঁ বাঁধের মতো ভূমিরূপ গঠিত হয়, তাকে স্বাভাবিক বাঁধ বলে।

বৈশিষ্ট্যঃ
১) স্বাভাবিক বাঁধের উচ্চতা নদী তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি হয় এবং পিছনের দিকে এটি ক্রমশ ঢালু হয়ে নেমে যায়।
২) স্বাভাবিক বাঁধ প্লাবনভূমির সবচেয়ে উঁচু অংশ (প্লাবনভূমি থেকে 2-3 মিটার উঁচু) এবং তাই বন্যার সময়েও এই বাঁধ নিমজ্জিত হয় না।
৩) স্বাভাবিক বাঁধের পশ্চাতে বৃষ্টির জল ঠিকমতো নিষ্কাশিত হতে না পারায় পশ্চাদজলাভূমি গড়ে ওঠে।

উদাহরণঃ ভাগীরথী নদীর পশ্চিম তীরে এইরূপ স্বাভাবিক বাঁধ পশ্চাদজলাভূমি দেখা যায়।

error: Content is protected !!