স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. কীসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা?
উত্তর : একটি কবিতা লেখা হবে তার জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা।
২. ছোটোদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম কী?
উত্তর : ছোটোদের জন্য লেখা নির্মলেন্দু গুণের গ্রন্থটির নাম ‘কালো মেঘের ভেলা’।
৩. বর্তমান শিশুপার্কের স্থানে আগে কী ছিল?
উত্তর : বর্তমান শিশুপার্কের স্থানে রেসকোর্স ময়দান ছিল।
৪. কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?
উত্তর : কবি অনাগত শিশুদের আগামী দিনের কবি বলেছেন।
৫. দিগন্ত প্লাবিত মাঠ কীসে ঢাকা ছিল?
উত্তর : দিগন্ত প্লাবিত মাঠ দূর্বাঘাসে ঢাকা ছিল।
৬. বঙ্গবন্ধু কার মতো দৃপ্ত পায়ে হেঁটে জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দৃপ্ত পায়ে হেঁটে জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন।
৭. কবিরূপে কল্পনা করা হয়েছে কাকে?
উত্তর : কবিরূপে কল্পনা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৮. ‘বঙ্গবন্ধু’ কোনটির কথা আগে বলেছেন?
উত্তর : বঙ্গবন্ধু তাঁর ভাষণে মুক্তির কথাটি আগে বলেছেন।
৯. ‘উন্মত্ত’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘উন্মত্ত’ শব্দের অর্থ – ক্ষিপ্ত।
১০. উলঙ্গ কৃষক কাদের বলা হয়েছে?
উত্তর : খালি গায়ের দরিদ্র গ্রামীণ কৃষককে উলঙ্গ কৃষক বলা হয়েছে।
১১. প্রাণের সবুজ কী?
উত্তর : প্রাণের সবুজ হলো প্রাণের সজীবতা ও তারুণ্য।
১২. বর্তমান বৃক্ষশোভিত সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী?
উত্তর : বর্তমান বৃক্ষশোভিত সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম রেসকোর্স ময়দান।
১৩. কোন পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দেয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ আখ্যা দেয়।
১৪. ‘নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী বলে অখ্যায়িত করেছিল?
উত্তর : ‘নিউজউইক’ পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ‘রাজনীতির কবি’ বলে অখ্যায়িত করেছিল।
১৫. ‘বজ্রকণ্ঠ বাণী’ অর্থ কী?
উত্তর : ‘বজ্রকণ্ঠ বাণী’ অর্থ সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর বাণী।