স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য

স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য নিম্নরূপ – 

নং  স্থূল সংকেত  আণবিক সংকেত 
 ১যে সংকেতের দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে।যে সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে তাকে আণবিক সংকেত বলে।
 ২যৌগের স্থূল সংকেত কোনো ক্ষেত্রে আণবিক সংকেতের সমান হয়।যৌগের আণবিক সংকেত এর স্থূল সংকেতের সমান অথবা সরল গুণিতকের সমান।
 ৩স্থূল সংকেত শুধু যৌগের হতে পারে।আণবিক সংকেত যৌগ বা মৌল উভয় পদার্থের হয়।
 ৪একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। যেমন – অ্যাসিটিলিন ও বেনজিন উভয়ের স্থূল সংকেত CH।সমাণু ব্যতিত একটি আণবিক সংকেত একটি মাত্র যৌগের হয়ে থাকে।
error: Content is protected !!