সেট গুচ্ছ কি?

কোনো সেটের সদস্যগুলো যদি প্রত্যেকেই একটি সেট হয় তবে ঐ সেটকে সেট গুচ্ছ বলা হয়।

সহজ কথায়, সেট গুচ্ছ হল একাধিক সেটের একটি সংগ্রহ। যেমন, আপনার কাছে বিভিন্ন ধরনের ফল রয়েছে: আপেল, কলা, আঙ্গুর, কমলা। এই প্রতিটি ফল একটি সেট হিসাবে বিবেচিত হতে পারে। এবার, এই সব সেটকে একসাথে নিলেই তা একটি সেট গুচ্ছ।

উদাহরণ:

  • ফলের সেট গুচ্ছ: আপেলের সেট, কলার সেট, আঙ্গুরের সেট, কমলার সেট।
  • বর্ণমালার সেট গুচ্ছ: স্বরবর্ণের সেট, ব্যঞ্জনবর্ণের সেট।
  • গাড়ির সেট গুচ্ছ: কারের সেট, বাইকের সেট, ট্রাকের সেট।
error: Content is protected !!