সিরাত কী?

ইসলামী বিশ্বাস অনুযায়ী, সিরাত হল কিয়ামতের দিন জাহান্নামের উপর স্থাপিত একটি অতি সরু সেতু। এই সেতু দিয়ে সকল মানবকে অতিক্রম করতে হবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে, এই সেতুটির চেয়েও সরু চুলের চেয়েও তীক্ষ্ণ। সিরাতের উপর দিয়ে অতিক্রম করার সময় মানুষের আমলের ভিত্তিতে তার গতিবেগ নির্ধারিত হবে। যারা নেক আমল করেছে তারা সহজেই এই সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। অন্যদিকে, যারা মন্দ কাজ করেছে তারা সিরাত থেকে পড়ে যাবে এবং জাহান্নামে নিপতিত হবে। সিরাতের উপর অসংখ্য কাঁটা থাকবে যা মন্দকারীদের জন্য বিশাল বাধা হয়ে দাঁড়াবে।

সিরাতের ধারণা ইসলামে কিয়ামতের দিনের এক বিচিত্র দৃশ্যের বর্ণনা দেয়। এই ধারণার মাধ্যমে মুসলমানদের নেক আমল করার প্রতি উৎসাহিত করা হয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখা হয়। সিরাতের ধারণা মুসলমানদের জন্য একটি অনুপ্রেরণা যা তাদেরকে সর্বদা সৎকর্মের পথে অগ্রসর হতে সাহায্য করে। সহীহ হাদিস শরীফে সিরাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। মুসলমানদের জন্য সিরাত সম্পর্কে জানা এবং এর উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

error: Content is protected !!