সিফাত কাকে বলে? সিফাত কত প্রকার ও কি কি?

হরফের উচ্চারণ ভঙ্গিকে সিফাত বলে।

সিফাত কত প্রকার ও কি কি?

সিফাত প্রথমত দুই প্রকার।
১) সিফাতে লাযিমাহ
২) সিফাতে আরিযাহ

সিফাতে লাযিমাহ কাকে বলে?

লাযিমাহ উহাকে কে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে। সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় না করা হয়, তাহলে হরফ হরফই থাকেনা অথবা হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়।হরফ হরফই থাকে না যেমন (ত্বোয়া,তা) ত্বোয়া এর মধ্যে পুর সিফাত আছে, পুর সিফাত অনুপাতে (ত্বোয়া) আদায় না করলে (ত্বোয়া টা) তা, হয়ে যায়। হরফ ত্রুটিপূর্ণ ভাবে আদায় হয়, যেমন (দাল) এর মধ্যে ক্বলক্বলাহ এর সিফাত আছে। ক্বলক্বলাহ এর সিফাত অনুপাতে আদায় না করলে (দাল) ত্রুটিপূর্ণ ভাবে আদায় হয়।

আরিযাহ কাকে বলে?

আরিযাহ উহাকে কে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে। সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় না করা হয়।তাহলে হরফ হরফই থাকে শুধুমাত্র হরফের উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন: (ইন্না,লাম্মা) নুনে মীমে তাশদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়। যদি গুন্নাহ না করে পড়া হয়, তাহলে নুন মীম ঠিক থাকে কিন্তু গুন্নাহ না করার কারণে উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

লাযিমাহ আবার দুই প্রকার যথা-

১. লাযিমাহ মুতাযাদ্দাহ
২. লাযিমাহ গায়রে মুতাযাদ্দাহ।

লাযিমাহ মুতাযাদ্দাহ কাকে বলে?

যার বিপরীত অন্য সিফাত পাওয়া যায়, তাকে সিফাতে লাযিমাহ মুতাযাদ্দাহ বলে।

লাযিমাহ গায়রে মুতাযাদ্দাহ কাকে বলে?

যার বিপরীত অন্য সিফাত পাওয়া যায় না, তাকে সিফাতে লাযিমাহ গায়রে মুতাযাদ্দাহ বলে।

error: Content is protected !!