সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?

সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা, যা খ্রিস্টপূর্ব ৩৩০০-১৩০০ অব্দের মধ্যে বিকশিত হয়েছিল। এই সভ্যতার প্রধান কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে, যা বর্তমানে পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতের অংশ।

সিন্ধু সভ্যতার আবিষ্কারের কৃতিত্ব মূলত দুই জন প্রত্নতত্ত্ববিদের: দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ১৯২১ সালে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, যা এই সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান। এর এক বছর পর, ১৯২২ সালে, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদাড়ো শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই দুটি শহর আবিষ্কারের মাধ্যমে সিন্ধু সভ্যতার অস্তিত্ব বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়।

স্যার জন মার্শাল, যিনি সেই সময়ে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের মহাপরিচালক ছিলেন, তিনি এই আবিষ্কারগুলোর গুরুত্ব অনুধাবন করেন এবং এই সভ্যতাকে ‘সিন্ধু সভ্যতা’ নামে অভিহিত করেন। তার নেতৃত্বে এই সভ্যতার বিভিন্ন স্থানে খননকার্য চালানো হয় এবং এই সভ্যতার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ বদলে যায়। এই সভ্যতা প্রমাণ করে যে, এই অঞ্চলে প্রায় ৫০০০ বছর আগে একটি উন্নত ও সমৃদ্ধ নগর সভ্যতা গড়ে উঠেছিল।

error: Content is protected !!