সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সরল দোলকের গতির ক্ষেত্রে দোলকের বব পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাই সকল দোলকের গতি স্পন্দন গতি।

error: Content is protected !!