সম্পূরক কোণ কাকে বলে?

দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।
দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 

চিত্রে, ∠AOC ও ∠BOC এর সমস্টি দুই সমকোণ। তাই ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ।

একটি কোণ ২০ ডিগ্রি হলে তার সম্পূরক কোণ ১৬০ ডিগ্রি। 
 ১৮০ থেকে ২০ বিয়োগ করলে খুব সহজে অপর কোণটির পরিমাপ পাওয়া যাবে।

error: Content is protected !!