সদ প্রতিবিম্ব কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্চ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে, তাকে সদ বা বাস্তব প্রতিবিম্ব বলে। অবতল দর্পণে এ ধরনের সদ প্রতিবিম্ব গঠিত হয়।

error: Content is protected !!