কিছু কিছু অণুতে কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুতে আবদ্ধ না থেকে বিস্তৃত এলাকায় পরিভ্রমণরত থাকে, এদেরকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয়। বেনজিন অণুর কাঠামাে C–C ও C–H সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এতে কার্বন পরমাণুর sp2 সংকরণ হয়। এরপরও প্রতিটি কার্বন পরমাণুতে একটি অসংকরিত ইলেকট্রন থেকে যায়। এ ছয়টি ইলেকট্রন বেনজিন অণুর সমগ্র অংশে সঞ্চরণশীল।