উৎপাদে পরিণত হতে হলে অংশগ্রহণকারী বিক্রিয়ক কণাগুলোর যে ন্যূনতম শক্তি অর্জন করতে হয় সে শক্তিকে সক্রিয়ন শক্তি বলে।
অথবা,
কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলো তাদের গড় শক্তির অধিক সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে বিক্রিয়া সম্পন্নের উপযুক্ত হয়, তাকে সক্রিয়ন শক্তি বলে।