লোভে পাপ, পাপে মৃত্যু, ভাবসম্প্রসারণ

মূলভাব: লোভ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয় এবং তাকে অসৎ উপায় অবলম্বন করতে প্ররোচিত করে। লোভী মানুষ পাপকাজ করতে দ্বিধাবোধ করে না। লোভের পরিণাম অতি ভয়াবহ হতে পারে।

সম্প্রসারিত ভাব: ভোগের নিমিত্তে উদ্‌ভ্রান্ত আবেগ আর দুর্দমনীয় লোভ থেকেই জগতের সব পাপের উৎপত্তি। লোভের মোহে আচ্ছন্ন থেকে মানুষ সত্য ও সুন্দরকে করে অবজ্ঞা। ন্যায়-অন্যায় ভুলে সে শুধু ধনসম্পদ আহরণে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যখনই সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখন নির্দ্বিধায় নিমজ্জিত হয় পাপাচারে। সে ক্রমে অবৈধ ও জঘন্য পথে অগ্রসর হয়। মানুষ এসময় হয়ে ওঠে পশুর মতো। তার মধ্যে তখন ন্যায়-অন্যায়বোধ কাজ করে না। অপরপক্ষে, নির্লোভ ব্যক্তি পাপমুক্ত, সত্য ও সুন্দর জীবন লাভ করে। বৈষয়িক অর্জনের জন্য সে তার বিবেকবোধকে বিসর্জন দেয় না। কিন্তু লোভী ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে পাপের পথে ধাবিত হয়ে অকালমৃত্যুর মুখোমুখি হয়।

মন্তব্য: লোভ বর্জন না করলে জীবনকে সার্থক ও সুন্দর করা যায় না। নির্লোভ ব্যক্তি সব শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে।

error: Content is protected !!