- ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও আমরা ডেমোক্রেসিকে কীভাবে আয়ত্ত করেছি? বুঝিয়ে লেখো।
- পেশাদারদের মহাভ্রান্তি বলতে কী বোঝানো হয়েছে?
- বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় – বলতে কী বোঝানো হয়েছে?
লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না কেন?
দুঃখ-দারিদ্রের দেশে বাস করার কারণে লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না।
এদেশের মানুষকে সর্বদা দুঃখ-দারিদ্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। তারা দৈনন্দিন জীবনে তাদের মানবিক চাহিদাগুলোই পূরণ করতে পারে না; সেখানে শখ হলেও বাঙালির আর্থসামাজিক অবস্থার দিকটি বিবেচনায় নিয়ে লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না।