লখা ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে দাঁড়ালো কেন?

ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত লখা ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহের জন্য ভোররাতে মায়ের পাশ থেকে উঠে পড়ে।
একুশে ফেব্রুয়ারির ভোররাতে লখা মাকে ফাঁকি দিয়ে চুপিচুপি শীতের রাতে পেরিয়ে পড়ে। কাঁটার যন্ত্রণা উপেক্ষা করে লখা গাছের মগডাল থেকে লাল টুকটুকে ফুল পেড়ে শহীদ মিনারে যায় সবার সঙ্গে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে।

error: Content is protected !!