রেচন পদার্থ কাকে বলে?

রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝানো হয়। মূত্র হলো দেহের প্রধান রেচন পদার্থ। এতে প্রায় ৯০ ভাগই পানি। এছাড়া এতে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ বিদ্যমান।

রেচন পদার্থ হল আমাদের শরীরে বিপাক প্রক্রিয়ার ফলে উৎপন্ন এমন কিছু ক্ষতিকর বর্জ্য পদার্থ, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং এগুলিকে শরীর থেকে বের করে দেওয়া জরুরি। এই বর্জ্য পদার্থগুলোকেই আমরা রেচন পদার্থ বলি।

উদাহরণ:

  • ইউরিয়া: আমাদের শরীরে প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া তৈরি হয়। এটি মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।
  • ইউরিক এসিড: নিউক্লিক এসিডের বিপাকের ফলে ইউরিক এসিড তৈরি হয়। এটিও মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।
  • ক্রিয়েটিনিন: পেশির কোষের বিপাকের ফলে ক্রিয়েটিনিন তৈরি হয়। এটিও মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।

রেচন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ?

  • শরীরকে বিষমুক্ত রাখে: রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
  • শরীরের pH বজায় রাখে: রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের pH সঠিকভাবে বজায় থাকে।
  • শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে: রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ বের হয়ে যায়।
error: Content is protected !!