রূদ্ধতাপীয় প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া কেন?

পাত্রের দেয়াল তাপ অপরিবাহী হলে সংকোচন ও প্রসারণের সময় গ্যাস পরিবেশকে তাপ দিতে বা পরিবেশ থেকে তাপ গ্রহণ করতে পারে না। ফলে তাপমাত্রার পরিবর্তন হয়। এ প্রক্রিয়াকে রূদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। পাত্রের দেয়ালকে আমরা তাপ অপরিবাহী বলেছি। কিন্তু বাস্তবে এমন কোনো পদার্থ নেই, যার মধ্য দিয়ে মোটেও তাপ চলাচল করতে পারে না। তাই রূদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য সংকোচন বা প্রসারণ দ্রুত ঘটানো হবে যেন পরিবেশের সাথে তাপের আদান -প্রদানের সুযোগ না পায়। তাই বলা হয় রূদ্ধতাপীয় প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া।

error: Content is protected !!