রানার প্রশ্ন উত্তর

রানার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘রানার’ কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?
উত্তর :
ঘরে একা বিনিদ্র রাত জাগে রানারের প্রিয়া।

২. কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে?
উত্তর :
ভোরের আকাশ রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে।

৩. রানার কাজ নিয়েছে কীসের?
উত্তর :
রানার কাজ নিয়েছে নতুন খবর আনার।

৪. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর :
সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

৫. রানারের কাঁধে কীসের বোঝা?
উত্তর :
রানারের কাঁধে খবরের বোঝা।

৬. রানারের ক্লান্তশ্বাস কী ছুঁয়েছে?
উত্তর :
রানারের ক্লান্তশ্বাস আকাশ ছুঁয়েছে।

৭. নতুন খবর কবি কোথায় পৌঁছে দিতে বলেছেন?
উত্তর :
নতুন খবর কবি অগ্রগতির মেলে পৌঁছে দিতে বলেছেন।

৮. রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উত্তর :
রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় সূর্যকে।

৯. রানারের দুঃখের কথা কোথায় ঢাকা পড়ে থাকবেই?
উত্তর :
রানারের দুঃখের কথা কালো রাত্রির খামে ঢাকা পড়ে থাকবেই।

১০. রানারকে কী পেছনে ফেলতে বলা হয়েছে?
উত্তর :
রানারকে ভীরুতা পেছনে ফেলতে বলা হয়েছে।

১১. রানার ভোরে কোথায় পৌঁছে যাবে?
উত্তর :
রানার ভোরে শহরে পৌঁছে যাবে।

১২. রানারের দুঃখের কথা কে জানবে না?
উত্তর :
রানারের দুঃখের কথা কেই জানবে না।

১৩. ‘মাভৈঃ’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘মাভৈঃ’ শব্দের অর্থ – ভয় কোরো না (অভয়ব্যঞ্জক)।

১৪. রানারের কাজ কী?
উত্তর :
রানারের কাজ হলো গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া।

error: Content is protected !!