যদি হঠাৎ করে তোমার এবং তোমার চারপাশের সবকিছুর সাইজ অর্ধেক হয়ে যায় তুমি কি বুঝতে পারবে?

যদি হঠাৎ আমার এবং আমার আশেপাশের সবকিছুর সাইজ অর্ধেক হয়ে যায়, তবে আমি তা ধরতে পারব না। কারণ আমরা দৃশ্যমান জগতের যেকোনো কিছুর পরিমাপ করি কোনো আদর্শ পরিমানের মাধ্যমে। যেমন – দৈর্ঘ্য পরিমাপ করি, মিটার স্কেলের সাহায্যে। সবকিছুর সাইজ অর্ধেক হলে মিটার স্কেলও অর্ধেক হয়ে যাবে। তাই আনুপাতিক পরিমাণের কোনো পরিবর্তন হবে না।

error: Content is protected !!