কোনো যৌগিক সংখ্যাকে যেসব এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমে প্রকাশ করা যায়, সেসব সংখ্যাকে মৌলিক উৎপাদক বলা হয়। যেমন ৪২ সংখ্যাটি ১, ২, ৩, ৬, ৭, ১৪, ২১, ৪২ দ্বারা বিভাজ্য। সুতরাং এতে মোট ৮টি উৎপাদক আছে। এর মধ্যে ২, ৩, ৭ সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা।
অথবা,
কোনো যৌগিক সংখ্যাকে এক বা একাধিক মৌলিক সংখ্যার গুনফলের মাধ্যমে প্রকাশ করাকে মৌলিক উৎপাদক বলে।
৪৯ এর মৌলিক উৎপাদক কয়টি?
৪৯ এর গুণনীয়ক হলো ১, ৭ এবং ৪৯। এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ৭। তাই ৪৯ এর মৌলিক গুণনীয়ক একটি এবং সেটি হলো ৭।
৮ এর মৌলিক উৎপাদক কত?
৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ৮ । এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ২। তাই ৮ এর মৌলিক গুণনীয়ক একটি এবং সেটি হলো ২।