নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।
মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা
যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট করে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। আবার, যে দ্রবণের ঘনমাত্রা ১ মোল/লিটার তথা প্রতি লিটার দ্রবণে ১ মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বলে। যেহেতু মোলার দ্রবণ বলতে একটি সুনির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ বোঝায়, তাই এটি একটি প্রমাণ দ্রবণ।