মুনাফিকের লক্ষণ কি?

যে চিহ্নসমূহের মাধ্যমে একজন মুনাফিক চেনা যায় তাই মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা ইসলামের মারাত্মক শত্রু। মুনাফিক হচ্ছে তারাই যারা সর্বদা মিথ্যা কথা বলে, তাদের নিকট কোনো আমানত রাখলে তা খেয়ানত করে এবং তারা যে ওয়াদা করে তা ভঙ্গ করে। এগুলোই হলো একজন মুনাফিকের লক্ষণ। এগুলো যাদের মধ্যে রয়েছে তারাই মুনাফিক।

error: Content is protected !!