মিনির বাবা অন্তঃপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠাল কেন?

রহমতের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য মিনির বাবা অন্তঃপুরের বাধা উপেক্ষা করে মিনিকে ডেকে পাঠালেন।
কাবুলিওয়ালা রহমত জেল থেকে ছাড়া পেয়ে মিনির সঙ্গে দেখা করতে আসে। কিন্তু সেদিন ছিল মিনির বিয়ে। তাই অন্তঃপুরের কেউ চাইছিল না যে এই শুভ দিন মিনি রহমতের সঙ্গে দেখা করুক। কিন্তু লেখক রহমতের কাছে তার মেয়ের ছোট্ট হাতের ছাপ দেখে, মেয়ের প্রতি তার ভালোবাসা উপলব্ধি করে অন্তঃপুরের বাধা উপেক্ষা মিনিকে ডেকে পাঠালেন।

error: Content is protected !!