মিনির বাবার চোখ ছলছল করে উঠল কেন?

রহমতের কাছে তার মেয়ের ছোট্ট হাতের ভুষা মাখানো ছাপ দেখে লেখকের চোখ ছলছল করে উঠল।
জেল থেকে ছাড়া পেয়ে রহমত মিনিকে দেখতে আসে কিছু কিশমিশ, আঙ্গুর ও বাদাম নিয়ে। লেখক সেগুলোর দাম দিতে চাইলে রহমত বলে মিনির মতো তারও একটি মেয়ে আছে। তার কথা স্মরণ করেই সে এগুলো নিয়ে এসেছে। এই বলে সে তার জামার ভিতর থেকে দেশে রেখে আসা তার ছোট্ট মেয়ের ছোট্ট হাতের ছাপযুক্ত কাগজ বের করে। সেটি দেখেই লেখকের চোখ ছলছল করে ওঠে।

error: Content is protected !!