মিটার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ

দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। এ স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেলটিকে উক্ত বস্তুটির উপর এমনভাবে স্থাপন করতে হবে যেন স্কেলের দাগগুলো বস্তুটির উপর লম্বভাবে অবস্থান করে। এখন বস্তুটির এক প্রান্ত স্কেলের শূন্য দাগ বা যেকোনো সুবিধাজনক দাগে স্থাপন করে এবং বস্তুটির অপর প্রান্ত স্কেলের যে দাগের সাথে মিশে যায় এই দুই পাঠ গ্রহণ করি। বস্তুটির দুই প্রান্তের পাঠের বিয়োগফল থেকে বস্তুটির দৈর্ঘ্য পাওয়া যায়।

সাধারণত যে দণ্ডের দৈর্ঘ্য মাপতে হবে তার বাম প্রান্ত স্কেলের x দাগে স্থাপন করলে যদি ডান প্রান্ত y দাগের সাথে মিলে যায় তবে দণ্ডের দৈর্ঘ্য L = y – x।

error: Content is protected !!