- অভাগীর স্বর্গ গল্পের প্রশ্ন উত্তর
- রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
- নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া – অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
অধর রায়ের প্রশ্নোক্ত উক্তির কারণ – জাত বৈষম্য।
অভাগীর সৎকারের জন্য রসিক বাঘ উঠানের বেলগাছটি কাটতে গেলে পেয়াদা তাকে চড় মারে। এ অন্যায়ের প্রতিকার ও মাকে পোড়ানোর কাঠের ব্যবস্থা করতে কাঙালী ছুটে যায় জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে। শোক ও উত্তেজনায় কাঙালী একেবারে কাছারির উপরে উঠে যায়। তার কান্নাভেজা নালিশ শুনে অধর ক্রুব্ধ ও বিস্মিত হয়। মরা ছুঁয়ে এসেছে মনে করে, অর্থাৎ জাত বৈষম্যের কারণে অধর রায় ধমক দিয়ে তাকে নিচে নেমে দাঁড়াতে বলে।