মাসলোর প্রেষণাতত্ত্ব (Maslow’s theory of motivation)

বিখ্যাত মনস্তত্ত্ববিদ Abraham Maslow মানুষ কেন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অভাব দ্বারা তাড়িত হয় তার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করেছেন। তার মতে, মানুষের অভাব আছে বলেই তারা কাজ করে। তিনি মানুষের অভাবগুলোকে গুরুত্ব ভেদে পাঁচ ভাগে ভাগ করেছেন। তার মতে, অভাবগুলোর একটি পূরণ হলে সাথে সাথে আরেকটি এসে দেখা দেয়। তার মতে, প্রথম গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ না হলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনের উদ্ভব হয় না। যখন প্রথম ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ হয় তখন তৃতীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনের উদয় হয়।

error: Content is protected !!