মানুষ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘মানুষ’ কবিতায় ‘নমাজ পড়িস বেটা?’ – উক্তিটি কার?
উত্তর : ‘মানুষ’ কবিতায় ‘নমাজ পড়িস বেটা?’ – উক্তিটি মোল্লার।
২. ‘ভুখারি’ অর্থ কী?
উত্তর : ‘ভুখারি’ অর্থ ক্ষুধার্ত ব্যক্তি।
৩. মোল্লা ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর : মোল্লা ভুখারিকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
৩. মোল্লা ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর : মোল্লা ভুখারিকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
৪. ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র ছিল জীর্ণ।
৫. কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
উত্তর : কালাপাহাড়ের প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ।
৬. মুসাফির কতদিন ভুখা ছিল?
উত্তর : মুসাফির সাত দিন ভুখা ছিল।
৭. মোল্লা সাহেব মুসাফিরকে কী প্রশ্ন করেছিল?
উত্তর : মোল্লা সাহেব মুসাফিরকে প্রশ্ন করেছিল ‘নমাজ পড়িস বেটা?’
৮. কবি কেন কালাপাহাড়কে আহ্বান জানিয়েছেন?
উত্তর : ভজনালয়ের তালা দেওয়া দ্বার ভেঙে ফেলার জন্য কবি কালাপাহাড়কে আহ্বান জানিয়েছেন।
৯. ‘মানুষ’ কবিতায় লোভী চরিত্র কোনটি?
উত্তর : মোল্লা ও পূজারি ‘মানুষ’ কবিতায় লোভী চরিত্র।
১০. মসজিদে কে তালা দিলো?
উত্তর : মসজিদে মোল্লা তালা দিলো।
১১. কী দেখে পূজারি ভজনালয় খুলল?
উত্তর : ক্ষুধার ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে আছে, সেই স্বপ্ন দেখে পূজারি ভজনালয় খুলল।
১২. ‘পান্থ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘পান্থ’ অর্থ পথিক।
১৩. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
১৪. ভণ্ড কীসের জয় গায়?
উত্তর : ভণ্ড স্বার্থের জয় গায়।
১৫. ‘মানুষ’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর : ‘মানুষ’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
মানুষ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা।’ – এ কথা বলার কারণ ব্যাখ্যা করো।
২. ‘মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ – ব্যাখ্যা করো।
৩. ‘অভেদ ধর্মজাতি’ বলতে কী বোঝানো হয়েছে?
৪. মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন? বুঝিয়ে লেখো।