মমতাদি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. কয় মাস ধরে মমতাদির স্বামীর চাকরি নেই?
উত্তর : চার মাস ধরে মমতাদির স্বামীর চাকরি নেই।
২. মমতাদির বয়স কত?
উত্তর : মমতাদির বয়স বত্রিশ বছর।
৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
৪. মমতাদির কপালের ক্ষতচিহ্নটি কেমন?
উত্তর : মমতাদির কপালের ক্ষতচিহ্নটি আন্দাজে পরা টিপের মতো।
৫. মমতাদির বাসা কোন গলিতে ছিল?
উত্তর : মমতাদির বাসা ছিল জীবনময়ের গলিতে।
৬. মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো?
উত্তর : মমতাদির পনেরো টাকা মাইনে ঠিক হলো।
৭. মমতাদির কাজের শৃঙ্খলা দেখে কারা খুশি হলেন?
উত্তর : মমতাদির কাজের শৃঙ্খলা দেখে বাড়ির সকলে খুশি হলেন।
৮. মমতাদির ঘরে কীসের দীনতা ছিল?
উত্তর : মমতাদির ঘরে আলো ও বাতাসের দীনতা ছিল।
৯. ‘পর্দা ঠেলে উপার্জন’ – কী?
উত্তর : ‘পর্দা ঠেলে উপার্জন’ অর্থ অন্তঃপুরে থাকা নারীদের প্রথাভঙ্গ করে আয় – রোজগার করার জন্য বাইরে বের হয়ে আসা।
১০. ‘অনাড়ম্বর’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘অনাড়ম্বর’ শব্দের অর্থ হলো – জাঁকজমকহীন।
মমতাদি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. মমতাদি সমস্তটুকু কৃতজ্ঞতা নীরবেই প্রকাশ করল কেন?
২. ‘সে যেন ছায়াময়ী মানবী।’ – কথাটি বুঝিয়ে লেখো।
৩. ‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন? – কথাটি মমতাদি কেন বলেছিল?
৪. স্বামীর চাকরি হওয়ার পরও কেন মমতাদি রাঁধুনির কাজ করতে চাইল?