মনোবিজ্ঞান কাকে বলে? সাইকোলজি শব্দটি বিশ্লেষণ করো।

মনোবিজ্ঞান কাকে বলে?

মনোবিদদের দেওয়া বিভিন্ন সংজ্ঞার নির্যাস হিসেবে বলা যায় যে, মনোবিজ্ঞান জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ একটি বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণিবিভাগ, গতিপ্রকৃতি, নিয়ম, বিষয়, কারণ ও পরিমাণ নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করে।

সাইকোলজি শব্দটি বিশ্লেষণ করো।

প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সাইকোলজিকে আত্মার বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছিলেন। ইংরেজি ‘Psychology’ শব্দটি লাতিন Psyche এবং Logos এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। Psyche শব্দের অর্থ হল আত্মার বিজ্ঞান। পরবর্তীকালে ‘আত্মার’ পরিবর্তে গৃহীত হয়েছে ‘মন’ অর্থাৎ মনের বিজ্ঞান। বর্তমানে অধিকাংশের মতে সাইকোলজি হল আচরণের বিজ্ঞান।

error: Content is protected !!